বিস্তারিত
সেবাসমূহ যেমনঃ বীজ প্রত্যয়ন সেবা, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বীজের মান নিয়ন্ত্রন বিষয়ক পরামর্শ প্রদান, মিনি বীজ পরীক্ষাগারের মাধ্যমে বীজ পরীক্ষা করা, বীজ আইন বিষয়ক সহায়তা দান, বীজ প্রযুক্তি ও বীজ আইন বিষয়ক প্রশিক্ষন প্রদান।
ধান, গম, পাট ও আলু বীজ ফসলের ক্ষেত্রে মৌল, ভিত্তি এবং প্রত্যায়িত শ্রেনীর বীজ উৎপাদন ও বিপনন করতে হলে আবশ্যিকভাবে বীজ ডিলারগনকে এই কার্যালয়ে আবেদন করতে হয় এবং প্রত্যয়ন কার্ড সংগ্রহ করতে হয়। অন্যথায় আইনগতভাবে উক্ত শ্রেনীর বীজ উৎপাদন এবং বিপনন করা যায় না। উল্লেখ্য যে, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বিপনন করতে হলে সংশ্লিষ্টকে কৃষি মন্ত্রনালয়ের রেজিষ্টেশন প্রাপ্ত বীজ ডিলার হতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS